
স্টাফ রিপোর্টার:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-০২ (ইসলামপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. মাওলানা ছামিউল হক ফারুকী শুক্রবার (২৪ অক্টোবর) দিনব্যাপী ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন।
গণসংযোগকালে তিনি স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো খাতের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন,ইসলামী আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমার রাজনীতির মূল লক্ষ্য। ইসলাম শুধু ইবাদত নয়, বরং সমাজ ও রাষ্ট্র পরিচালনার পূর্ণাঙ্গ আদর্শ।
এ সময় তিনি আরও বলেন,নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ ও স্বাস্থ্যসেবার উন্নয়ন আমার অগ্রাধিকার।
এসময় গনসংযোগে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর রাশেদুজ্জামান, জেলা শূরা সদস্য মাওলানা আমজাদ হোসেন, উপজেলা সেক্রেটারি আবু মুছা, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মনির হোসেনসহ ইউনিয়ন জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ।
গণসংযোগে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেকে আশা প্রকাশ করেন, ড. ফারুকীর মতো শিক্ষিত, আদর্শবান ও সৎ প্রার্থী নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।