পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলা বিএনপির সভাপতি শাহ্ আহম্মেদ মোজাম্মেল হক চৌধুরী সড়ক দূর্ঘ্যটনায় আহত হয়েছেন। বৃহস্পতিবার নিজ এলাকায় তিনি দলীয় প্রচারনা শেষে রাতে তার ব্যক্তিগত কার যোগে পোরশা থেকে রাজশাহী যাচ্ছিলেন। তাকে বহনকারি কারটি পথে মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়ন পরিষদের সামনের রাস্তার বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষীনক খবর পেয়ে মহাদেবপুর ফায়ার সার্ভিসের সদস্যগণ ও উপজেলা বিএনপির সভাপতি রবিউল ইসলাম বুলেট স্থানীয় নেতাকর্মীদের নিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে পাঠানো হয়। দূর্ঘটনায় তার কার গাড়িটির সামনের দিক ভেঙ্গেগেছে বলে জানাগেছে। উপজেলা বিএনপির সহসভাপতি শাহাজামাল শাহ্ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। #