
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ শ্লোগানে শ্লোগানে উত্তাল হয়ে উঠে বাউফলের পৌর শহর। খেলার মাঠে মেলা বন্ধ কর, করতে হবে। মেলার নামে বেহাপনা চলবেনা চলবেনা। ইসলামের দুশমনরা হুশিয়ার সাবধান ইত্যাদি শ্লোগান দিয়ে শহরের বিক্ষোভ মিছিল করেছে মুসুল্লিরা।
শুক্রবার জুম্মাবাদ(২৪ অক্টোবর) পাবলিক মাঠের সামনে থেকে এ বিক্ষোভও প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রিক্সা স্ট্যান্ড এসে এক প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন, আলহাজ্ব মাওলানা নজরুল ইসলাম, হাফেজ মাওলানা মামুনুর রশিদ, মাওলানা ওবায়দুর রহমান প্রমূখ।
বক্তারা বলেন, সামনে পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা, এছাড়া অন্যান্য শ্রেণির বার্ষিক পরীক্ষা। এই মেলার কারণে শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি ব্যহত হবে। এলাকায় শব্দদূষণ ও মলমূত্র ত্যাগের কারণে পরিবেশ দূষণ ঘটবে। তাছাড়া মেলার আশপাশে হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা ও শিশুদের স্কুল রয়েছে। বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে মেলা বন্ধ না করলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
এর আগে বাউফল-বগা ও বরিশাল হাইওয়ে সড়কে মুসুল্লিরা মানববন্ধ করেন। প্রায় আধা ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।