স্টাফ রিপোর্টার: জামালপুর ইসলামপুরে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর ) সন্ধ্যায় গাইবান্ধা ইউনিয়নের কড়ইতলা মোল্লাপাড়া বাজারে এ পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ৮ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা উজ্জ্বল মিয়া এবং সঞ্চালনা করেন গাইবান্ধা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কাজী শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও জামালপুর-২ (ইসলামপুর) আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মাওলানা ছামিউল হক ফারুকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর রাশেদুজ্জামান।
আরও বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি আবু মুছা, উপজেলা সহকারী সেক্রেটারি আব্দুর রহমান ওমর, ইউনিয়ন জামায়াতের সভাপতি লিয়াকত আলী রিপন মাস্টার ও সমাজকল্যাণ সম্পাদক মাওলানা ওবায়দুল্লাহ প্রমুখ।
পথসভায় প্রধান অতিথি ড. মাওলানা ছামিউল হক ফারুকী বলেন,ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনই আমাদের লক্ষ্য। ইসলাম ন্যায়, শান্তি ও মানবতার ধর্ম এটি শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সমাজ ও রাষ্ট্র পরিচালনার আদর্শ। আমরা চাই মানুষের অধিকার নিশ্চিত হোক, দুর্নীতি ও অবিচারের অবসান ঘটুক ।
তিনি আরও বলেন,ইসলামপুরসহ যমুনা তীরবর্তী এলাকার দীর্ঘদিনের নদীভাঙন সমস্যা সমাধানে টেকসই বাঁধ নির্মাণ ও নদী ব্যবস্থাপনায় আধুনিক পরিকল্পনা গ্রহণ করা হবে। এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতের উন্নয়নই আমাদের প্রধান অঙ্গীকার।