রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি।
শেরপুরের নালিতাবাড়ীর বিএনপি নেতা মরহুম আশরাফ চেয়ারম্যানের মৃত্যু মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) তার পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।
তিনি ছিলেন নালিতাবাড়ী ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক।
তার সততা, নিষ্ঠা ও নেতৃত্বের আদর্শ এখনো দলের প্রতিটি নেতাকর্মীর হৃদয়ে অম্লান হয়ে আছে। জনগণের প্রতি তার আন্তরিকতা ও মানবিক আচরণ তাকে এলাকার মানুষের মাঝে অতি প্রিয় করে তুলেছিল।
আজ এই নিবেদিতপ্রাণ রাজনীতিবিদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করা হয়। এ উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে তার ভাগিনা জানান,
“মামা ছিলেন নালিতাবাড়ী বিএনপির ইতিহাসে এক স্বচ্ছ ও নিবেদিতপ্রাণ নেতা। সবাই তার জন্য দোয়া করবেন—আল্লাহ যেন মামা’কে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।