রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি
শেরপুর-২ (নালিতাবাড়ি–নকলা) আসনের দাঁড়িপাল্লা প্রতীক ভাংচুর। এমন অভিযোগ করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মু. গোলাম কিবরিয়া (ভিপি)।
তিনি জানান, গত মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা নালিতাবাড়ির বিভিন্ন স্থানে ব্যানার ও পোস্টারে গোবর লেপন ও ছিঁড়ে ফেলার ঘটনা ঘটিয়েছে।
নিজের ফেসবুক অ্যাডমিন পোস্টে তিনি লেখেন— “এইটা কে কিভাবে নিবে জনতা? এর জবাব ব্যালট বিপ্লবের মাধ্যমে হবে, ইনশাআল্লাহ।”
সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর কর্মপরিষদ সদস্য মু. গোলাম কিবরিয়া (ভিপি) বলেন, “এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী। আমরা শান্তিপূর্ণ নির্বাচনে বিশ্বাসী। জনগণ ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে।”
স্থানীয় এলাকাবাসীর মধ্যে এ ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। পুলিশ বলছে, অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।