মোঃ ইব্রাহীম বাবু, স্টাফ রিপোটার-
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্র্যালি ও আলোচনাসভার মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে আজ বুধবার (১৫ই অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠের মঞ্চে শিক্ষার্থীদের মাঝে হাত ধোয়া পদ্ধতির লিফলেট বিতরণ করা হয়। সেখানে উপজেলা জনস্বাস্থ্য বিভাগের উপসহকারী প্রকৌশলী মাহবুব আলম শিক্ষার্থীদেরকে হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শন করেন। পরে উপজেলা মিনি কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেনের সভাপতিত্বে আলোচনাসভায় ভিডিও ক্লীপ প্রদর্শন করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন, জনস্বাস্থ্য বিভাগের উপসহকারী প্রকৌশলী মাহবুব আলম, পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন-অর-রশিদ, ইউএইচএফপিএ’র প্রতিনিধি ডাঃ আতিক মাহমুদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) আব্দুল মান্নান, পরিসংখ্যান কর্মকর্তা আল আমিনসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এদিন উপজেলা পরিষদ মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নাচোল স্টেশনের আয়োজনে অগ্নি নির্বাপণের বিভিন্ন কৌশল ও মহড়া প্রদর্শন করা হয়।