• রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বসতঘর ভাংচুর লালনের গান সংরক্ষণ করা উচিত ভবিষ্যৎ প্রজন্মের জন্য: উপদেষ্টা উপদেষ্টা ফরিদা আখতার ফুলবাড়ী উপজেলা চোকার হাট বয়েজ ক্লাব এর উদ্যোগে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট পোরশায় বিএনপির আলোচনা সভা রাজশাহীতে মোটরসাইকেল চোর চক্রের মূলহোতাসহ ৩জন গ্রেফতার নব নির্বাচিত সকল রাকসু প্রতিনিধি দের অভিনন্দন জানিয়েছেন এষা বায় ধানখেত থেকে অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার জুলাই সনদ বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় দিন- বিএনপি নেতা মামুন মেলান্দহে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা মিছিল ও কর্মী সমাবেশ ইউএনও মুস্তাফিজুর রহমানের হস্তক্ষেপে ৪১৯পরিবার পেলেন ৩০ কেজি করে ওএমএস চাল

ফলন ভালো হলেও আমে নাজেহাল মালিক-ব্যবসায়ী, ১৫ টাকা কেজি কেনা আম বিক্রি করে টিকলো ৭ টাকা ,

দিনকাল বিডি / ৬৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ২০ জুন, ২০২৫

আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী)

আমের মৌসুম ঘিরে পাল্টে যায় আমের ভান্ডার হিসেবে খ্যাত রাজশাহীর বাঘা-চারঘাটের চিত্র। গাছের পরিচর্চা থেকে শুরু করে, গাছ থেকে আম নামিয়ে বিক্রি করা পর্যন্ত বাগান মালিক, ব্যবসায়ী, কুলি শ্রমিক,পরিবহন, ঝুড়ি,কাগজ বিক্রেতাসহ নানান পেশাজীবি লোকজন ব্যস্ত হয়ে উঠেন ।

এবারও তার ব্যতিক্রম হয়নি। শুধু নাজেহালে পড়েছেন আম বাগান মালিক-ব্যবসায়ীরা। এ বছর আমের দরপতনে খরচ উঠাই মুস্কিল হয়ে পড়েছে। গত বছর আম রপ্তানি হলেও এবার কোন আম রপ্তানি করা যায়নি। আম চাষিরা বলেছেন, কুটির শিল্পের মাধ্যমে আম পসেজিং সেন্টার গড়ে তুলতে পারলে আমকে টিকে রাখা সম্ভব হবে। যা পর্যায়ক্রমে বিক্রি করা যাবে।

নিজের জমিসহ লিজ নিয়ে দেড়শ’ বিঘা জমিতে আম চাষ করেছেন, বাঘা উপজেলার সাদি এন্টারপ্রাইজের স্বত্তাধিকারি শফিকুল ইসলাম (ছানা)। গত বছর ২২ মেঃ টন আম রপ্তানি করেছিলেন। এবছর কোন আমই রপ্তানি করতে পারেননি। তিনি বলেন, এবার সব উল্টোপাল্টা হয়ে গেছে। আমের ফলন ভালো হলেও ক্রেতা অভাবে আম বিক্রি করতে পারছেননা। গাছেই আম পেঁকে ঝরে পড়ছে।

এখন লখনা আম বিক্রি হচ্ছে ৫০০ টাকা মণ। সপ্তাহ আগে বিক্রি হয়েছে ৬০০শ টাকা মণ। হিমসাগর (ক্ষিরশাপাত) ১৪০০-১৬০০শ টাকা ,ন্যাংড়া ১৩০০-১৪০০শ’ টাকা,আ¤্রপালি ১৪০০-১৮০০শ’ টাকা,ফজলি ৬০০-৭০০শ’ টাকা মণ দরে বিক্রি হচ্ছে।
শফিকুল ইসলাম জানান, গত বছর লখনা আম ৯০০শ টাকার নীচে নামেনি। হিমসাগর বিক্রি করেছেন- ৩৮০০শ’ থেকে ৪০০০ হাজার টাকা, আম্রপালি- ৩৮০০-৪২০০শ’ টাকা আর ন্যাংড়া ৩০০০ হাজার থেকে ৩৫০০শ’ টাকা মণ। এবার নিচ্ছে ৪৮ কেজিতে মণ। গত বছর ছিল ৪৫ কেজিতে মণ।

বাগান মালিকরা জানান,১বিঘা জমিতে গড়ে ৫০মণ আম উৎপাদন হয়। বিঘা প্রতি খরচ হয় ৫০ হাজার টাকা। আম নামানোর আগে অন্তত তিনবার পরিচর্চা খরচ হয়। বাগান মালিক-ব্যবসায়ীরা জানান,একজন শ্রমিক ছোট-বড় গাছ মিলে ৫ থেকে ৮মন আম নামাতে পারে। সকালে-বিকেলে খাবারসহ একজন শ্রমিকের খরচ লাগে ৫০০ টাকা।

২৫ কেজি ওজনের একটি ঝুড়ি ট্রাকে তুলে দেওয়া পর্যন্ত লাগে ১৫ টাকা,দড়ি-কাগজ লাগে ৬ টাকা,কুরিয়ারে দিলে কেজি প্রতি লাগে ১৩ থেকে ১৬ টাকা, দুরত্ব বুঝে ভ্যান ভাড়া মণ প্রতি ১০-২০টাকা,প্লাস্টিকের ক্যারেট লাগে ২২৫ টাকা,কার্টুনে লাগে ৭০ থেকে ৮০ টাকা । এর সাথে আছে পরিচর্যা খরচ।

উপজেলার আড়াপাড়া এলাকায় ৭০ বিঘা বাগানে এবার আম চাষ করেছেন আনোয়ার হোসেন পলাশ। তিনি বলেন,এবার অবস্থা যা হয়েছে, উৎপাদনের খরচ উঠবে না কারও। এভাবে চললে আমচাষিরা ভবিষ্যতে আম উৎপাদন করতে কয়েকবার চিন্তা করবে। এবার মৌসুমের শুরুতে আমের দাম ভালো থাকলেও পরে দাম কমে এসেছে। শুধু বাঘাতেই নয়, একই অবস্থা রাজশাহীর চারঘাটেও।

চারঘাটের ডাকরা কাজল মোড়ের বাগান মালিক খায়রুল ইসলাম বলেন, ক্ষিরশাপাত, ল্যাংড়া, আম্রপালি, ফজলি,লখনা একই সঙ্গে পেঁকে গেছে। একসঙ্গে এত আম পেকে যাওয়ার কারণে দাম অনেকটা কমে এসেছে। চাহিদা কমে যাওয়ায় কোনো কোনো ক্ষেত্রে উৎপাদন খরচের চেয়ে কম দামে আম ছেড়ে দিতে হচ্ছে। এর পরেও ক্রেতার দেখা মিলছে কম।

চকছাতারি গ্রামের আম ব্যবসায়ী মুক্তার আলী জানান, এবার আমের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই। তার ২৮ লাখ টাকার আম বাগান কেনা ছিল। এখন পর্যন্ত আম বিক্রি করেছেন ১২ লাখ টাকা। বাগানে যে আম আছে, তা ৮লাখ টাকা বিক্রি হতে পারে।

সে হিসেবে তার ৮লাখ টাকা মতো লোকসান হবে। তিনি জানান,বিগত বছরে দেশের বিভিন্ন অঞ্চলে ট্রাকে আম নিয়ে বিক্রি করলেও এবার চাহিদা না থাকায় সেভাবে বিক্রি করতে পারছেন না। বলিহার গ্রামের সৌমেন মন্ডল জানান,এলাকায় লখনা আম ১৫ টাকা কেজি কিনে সিলেটে বিক্রি করেছেন ৩৫ টাকা। খরচ বাদে কেজিতে টিকেছে ৭ টাকা।

আমের দরপতনের বিষয়ে- কৃষিবিদ, উদ্যোক্তা ও আম চাষিদের সঙ্গে কথা বলে যে কারণের কথা জানা গেল। সেগুলো হলোÑবৈরী আবহাওয়া, নিয়ন্ত্রণহীন কীটনাশক ও বৃদ্ধিকারকের ব্যবহার এবং ঈদ উপলক্ষে দীর্ঘ ছুটি ও অনলাইনে বিক্রি কম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category