• শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম:
শেরপুরের নালিতাবাড়ীর বিএনপি নেতা মরহুম আশরাফ চেয়ারম্যানের মৃত্যু মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল ইসলামপুরে পাথর্শী ইউনিয়নে এমপি প্রার্থী ড. মাওলানা ছামিউল হক ফারুকীর গণসংযোগ পোরশায় তিন ডাকাত সদস্য গ্রেফতার বাউফল শহর, খেলার মাঠে মেলার বন্ধের দাবিতে সচেতন নাগরিদের বিক্ষোভ পোরশায় নারী ও শিশু নির্যাতন দমন মামলায় মসজিদের ইমাম গ্রেফতার পোরশা উপজেলা বিএনপি সভাপতি সড়ক দূর্ঘ্যটনায় আহত হাফিজ লিটনের জন্মদিনে শুভেচ্ছার বন্যা মান্দায় বিএনপির প্রতিবাদ ও সংবাদ সম্মেলন শেরপুরে দাঁড়িপাল্লা প্রতীকের পোস্টার ভাংচুর জবাব ব্যালটে দেবে জনতা — গোলাম কিবরিয়া” ইসলামি আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও টেকসই উন্নয়নের অঙ্গীকার ড. ছামিউল হক ফারুকী

মান্দায় বিএনপির প্রতিবাদ ও সংবাদ সম্মেলন

দিনকাল বিডি / ১৬৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ দলীয় আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাÐের অভিযোগে মান্দা উপজেলা বিএনপি তাদের সদস্য ডাঃ ইকরামুল বারী টিপুর সঙ্গে সব ধরনের রাজনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার প্রসাদপুর বাজারের মনসুর মৃধার আমবাগানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন উপজেলা বিএনপির নেতারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহŸায়ক এম এ মতীন,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ.কে এম নাজমুল হক নাজু,সহ-সভাপতি তোফাজ্জল হোসেন টুকু, আলহাজ্ব মন্টু মৃধা,রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী বাবুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শামশুল ইসলাম বাদল,এ্যাড. কুমার বিশ্বজিৎ সরকার, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ এবং সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জামিলা আক্তার ফেন্সি প্রমুখ।
এছাড়াও উপজেলা যুবদলের আহŸায়ক নূরুল ইসলাম, যুগ্ম আহŸায়ক ডি. এম. আব্দুল মালেক, সাদেকুল ইসলাম, জুয়েল রানা,শরিফুল ইসলাম বেলাল,এ্যাড. মিজানুর রহমান এবং সিদ্দিক হোসেন,উপজলা ছাত্রদলের সদস্য সচিব পলাশ কুমারসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কর্মকাÐ চালিয়ে যাচ্ছে। কিন্তু ডাঃ ইকরামুল বারী টিপু সা¤প্রতিক সময়ে দলীয় নেতৃত্বকে পাশ কাটিয়ে বিভ্রান্তিকর বক্তব্য ও বিতর্কিত কর্মকাÐে জড়িয়ে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করছেন।
তিনি বলেন, গত ২১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় এশিয়ান টিভির এক অনুষ্ঠানে ডাঃ ইকরামুল বারী টিপু মামলা সংক্রান্ত মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন। এ কারণেই মান্দা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই জরুরি ‘প্রতিবাদ ও সংবাদ সম্মেলনের’ আয়োজন করা হয়।
বেলাল হোসেন অভিযোগ করেন, ডাঃ টিপু উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাদের অবহিত না করে সভা-সমাবেশ করছেন এবং গণমাধ্যমে মিথ্যা তথ্য দিচ্ছেন। স¤প্রতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তার বিরুদ্ধে সাতটি নাশকতার মামলা হয়েছিল—যা সম্পূর্ণ মিথ্যা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category