বাগেরহাট প্রতিনিধি।
পৈত্রিক সম্পত্তি দখল ও হয়রানির রক্ষা ও ফিরে পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী।
বাগেরহাট জেলার কচুয়া উপজেলার চরসোনাকুড় গ্রামের আল মামুন তার সৎ চাচা মো. রফিকুল ইসলাম খোকন ও তার স্ত্রী রেকসোনা বেগমের বিরুদ্ধে পৈত্রিক সম্পত্তি দখল, মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন এই সংবাদ সম্মেলনে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে আল মামুন বলেন, তার পিতা আফজাল হোসেন ২০১৯ সালে মারা যাওয়ার পর থেকে অভিযুক্তরা বিভিন্নভাবে তাদের হয়রানি করে আসছে।
সংবাদ সম্মেলনে আরও বলেন, সম্প্রতি সম্পত্তি ফেরত চাইলে অভিযুক্তরা হুমকি দেয় এবং তাদের জমি থেকে নারিকেল ও সুপারি পেড়ে নেয়, যার আনুমানিক মূল্য প্রায় ৪০ হাজার টাকা। এ ঘটনায় পরিবারটি মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান আল মামুন।
ভুক্তভোগী পরিবার প্রশাসনের হস্তক্ষেপ ও ন্যায়বিচার কামনা করেছেন।##