• রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বসতঘর ভাংচুর লালনের গান সংরক্ষণ করা উচিত ভবিষ্যৎ প্রজন্মের জন্য: উপদেষ্টা উপদেষ্টা ফরিদা আখতার ফুলবাড়ী উপজেলা চোকার হাট বয়েজ ক্লাব এর উদ্যোগে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট পোরশায় বিএনপির আলোচনা সভা রাজশাহীতে মোটরসাইকেল চোর চক্রের মূলহোতাসহ ৩জন গ্রেফতার নব নির্বাচিত সকল রাকসু প্রতিনিধি দের অভিনন্দন জানিয়েছেন এষা বায় ধানখেত থেকে অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার জুলাই সনদ বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় দিন- বিএনপি নেতা মামুন মেলান্দহে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা মিছিল ও কর্মী সমাবেশ ইউএনও মুস্তাফিজুর রহমানের হস্তক্ষেপে ৪১৯পরিবার পেলেন ৩০ কেজি করে ওএমএস চাল

বাগেরহাটে ইসলামী আন্দোলনের গণসমাবেশে চার আসনে প্রার্থী ঘোষণা “একবারের মতো হাতপাখাকে সুযোগ দিন” — মুফতি ফয়জুল করিম

দিনকাল বিডি / ১২৩ Time View
প্রকাশঃ শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

মোঃকামরুজ্জামান,বাগেরহাটপ্রতিনিধি।।
বাগেরহাটে আসন সংখ্যা পুনর্বহালের দাবিকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এক বিশাল গণসমাবেশ করেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে শহরের রেল রোড চত্বরে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি মাওলানা সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম (শায়খে চরমোনাই)

সমাবেশে ফয়জুল করিম বলেন, “৫৩ বছরে নৌকা, ধানের শীষ ও নাঙ্গলকে জনগণ বারবার পরীক্ষা করেছে, কিন্তু তারা প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। আপনারা একবার ইসলামকে সুযোগ দিন। ইসলাম আগে কখনো ফেল করেনি, এবারও করবে না। আমরা জনগণের জান-মাল ও অধিকার রক্ষা করতে সক্ষম হবো।” তিনি আরও বলেন, “যদি ইসলাম ব্যর্থ হয়, তবে আর কোনোদিন পরীক্ষার হলে আসব না। তবে একবার যদি ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধভাবে ভোট দেন, তাহলে শিয়ালরা এ দেশ থেকে পালাতে বাধ্য হবে।”

বাগেরহাটের চারটি সংসদীয় আসন থেকে একটি কমিয়ে তিনটিতে নামিয়ে আনার নির্বাচন কমিশনের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন তিনি। তিনি বলেন, “জনগণের স্বার্থ রক্ষায় যে ভাগাভাগি প্রয়োজন, সেটিই হতে হবে। জনগণ যে বিভাজন চায় না, তা কখনো চাপিয়ে দেওয়া যাবে না।” এ সময় তিনি চারটি আসন পুনর্বহালের জোর দাবি জানান।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মো. মাহফুজুর রহমান এর সভাপতিত্বে ।অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মুফতি মোস্তফা কামাল, ইসলামী আইনজীবী পরিষদের সভাপতি সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট শেখ আতিয়ার রহমান, জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল রকিম, নায়েবে আমীর এ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আমিরুল ইসলাম সিদ্দিকি, হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা আব্দুল মাবুত, কেন্দ্রীয় যুবনেতা মাওলানা আবু বকর, জেলা সহ-সভাপতি ফকির শহিদুল ইসলাম, মাওলানা ফারুক হোসাইন, সেক্রেটারি হাফেজ মাওলানা মোশাররফ হোসাইন, জয়েন্ট সেক্রেটারি মুফতি নূরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ ইকবাল, ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা শাহজালাল সিরাজী, শিক্ষক ফোরামের সভাপতি মাওলানা আবু মুসা গাজী,যুবনেতা মুফতি তরিকুল ইসলাম প্রমুখ।

চার আসনে প্রার্থী ঘোষণা

সমাবেশ শেষে ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বাগেরহাটের চারটি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন। বাগেরহাট-১: মোল্লা মুজিবর রহমান শামীম, বাগেরহাট-২: এ্যাডভোকেট শেখ আতিয়ার রহমান (সুপ্রিম কোর্ট আইনজীবী), বাগেরহাট-৩: অধ্যক্ষ শেখ জিলুর রহমান, বাগেরহাট-৪: মাওলানা ওমর ফারুক নূরী

গণসমাবেশে কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে রেল রোড চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের পাশাপাশি জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম, এনসিপিসহ সমমনা ইসলামী রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারাও এতে অংশগ্রহণ করেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category