শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী ড. মো. জাহাঙ্গীর আলমের নির্বাচনী ব্যানার ও ফেস্টুন ভাঙচুরের অভিযোগে গাজীপুর জেলার শ্রীপুর পৌর সভার ৭ নং,ওয়ার্ড জামায়াতের উদ্দ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে
। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। উক্ত ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার বিকালে মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে মাওলানা আবুল হোসেনের সঞ্চালনায় ৭ নং ওয়ার্ডের ১নং সিএনবি বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ২নং সিএনবি বাজারে এক সমাবেশ অনুষ্টিত হয়েছে। এসময় বক্তব্য রাখেন, ম্রীপুর পৌর সভাপতি আনিছুজ্জামান, শ্রীপুর উপজেলার শিক্ষা উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক আবুল কালাম আজাদ শ্রীপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আফজাল হোসেন খান, কর্মপরিষদ সদস্য আব্দুল মান্নান, উপজেলা ছাত্র শিবিরের সেত্রুেটারী সফর আলি, ৭ ওয়ার্ড সাবেক সভাপতি মোবারক হোসেন শ্যামল, এছাড়াও স্থানীয় বিভিন্ন নেতা কর্মিরা উপস্তিত ছিলেন। এসময় বক্তারা বলেন
নির্বাচন কমিশনের বিধি মেনে প্রচার চালানো হলেও একটি মহল পরিকল্পিতভাবে এসব ব্যানার ও ফেস্টুন অপসারণ ও নষ্ট করছে, যা রাজনৈতিক শিষ্টাচার পরিপন্থী। তারা এ ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক বলে আখ্যা দিয়েছেন।
১৫ সেপ্টেম্বর সরেজমিনে দেখা গেছে শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বকুলতলা শাহজাহানের মোড়, চন্নাপাড়া জয়নাল মেম্বারের মসজিদ মোড়, সাংবাদিক মালেকের মসজিদ মোড়, প্রধান বাড়ি পুকুরপাড় মোড় এবং ১ নম্বর সিএন্ডবি বাজার এলাকায় জামায়াত প্রার্থীর ফেস্টুন ভাঙচুর করা হয়েছে।
এঘটনায় নেতারা তীব্র নিন্দা ও প্রতবাদ জানান। তারা বলেন এমন ঘটনার পুনরাবৃত্তি হলে জনগণ ভেলোটের মাধ্যমে প্রতিহত করবে।