মোঃ ইব্রাহীম বাবু,স্টাফ রিপোটার- চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৫টি ভূমিহীন পরিবারকে ভূমিদস্যুদের দ্বারা উচ্ছেদ ও তাদের ঘরবাড়ি ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। আজ বুধবার(২২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় নাচোল উপজেলা রিপোটার্স ইউনিটির কক্ষে উপজেলার সদর ইউনিয়নের ভাতসা গোবিন্দপুর গ্রামের সাহাবুল, গেদুল, আফেরা বেগম, আশিক ও রানা তাদের লিখিত বক্তব্য পাঠ করেন। তাদের বক্তব্যে উল্লেখ করেন যে, উপজেলার নাচোল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের অন্তর্গত ভাতসা(গোবিন্দপুর) গ্রামের গরিব, অসহায় ও ভূমিহীন পরিবার ভাতসা মৌজার সরকারী ১নং খাস খতিয়ানভূক্ত জমির ৪৪৯নং দাগে দীর্ঘদিন যাবত ঘরবাড়ি নির্মান করে পরিবার-পরিজন নিয়ে বসবাস করে আসছিলেন। কিন্ত গত ১৫ অক্টোবর একই গ্রামের রেজাউল, মজিদুল ও সহিদুল ইসলাম, পিতা- খলিলুর রহমান, আব্দুল লতিব ওরফে বুলবুল, পিতা-মোঃ জাব্বার, তাইফুর রহমান, পিতা-মৃত লুৎফর রহমান, মিজানুর রহমান, পিতা-আব্দুল হামেদ, সুমন, পিতা আমিনুল হক, মোসাহাক, পিতা মৃত ইসাহাক, মোঃ রবিউল, পিতা আঃ রাজ্জাক ও লালচান, পিতা আব্দুল গাফ্ফার তাদের লোকজন নিয়ে আদালত বা সরকারী কোন আদেশ ছাড়াই বিকেল সাড়ে ৩টার দিকে অতর্কীতে তাদের ঘরবাড়ি ভাংচুর করে। ওইসময় ভুক্তভুগিরা তাদেরকে বাধা দিতে গেলে পুরুষ ও নারীদেরকে মারধোর করে এবং শ্লীলতাহানীর চেষ্টা করলে নারীরা আক্রান্ত হয়। ঘরবাড়ি ভাংচুরের সময় ভূমিহীনদেরকে ওই বসতভিটা থেকে বেআইনীভাবে জোরপূর্বক উচ্ছেদ করার চেষ্টা করে। তারা আরও উল্লেখ করেন, ওইদিনের ঘটনার পূর্বেই উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি)কে বিষয়টি অবহিত করেছিলেন। বর্তমানে সংবাদ সম্মেলনকারীগণ খোলা আকাশের নীচে পরিবার-পরিজন নিয়ে নীরাপত্তাহীনতায় মানবেতর জীবনযাপন করছেন। এ পরিস্থিতি থেকে পরিত্রাণ ও সুবিচার ও ৫টি ভূমিহীন পরিবারকে ওই বসতভিটায় ঘরবাড়ি পূণঃ নির্মানের জন্য প্রশাসনের প্রতি জোর আবেদন ও দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহŸান জানান। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন ও সহকারী কমিশনার(ভূমি) সুলতানা রাজিয়া জানান, লিখিত অভিযোগ পাননি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।