• শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম:
বাঘায় সড়ক দুর্ঘটনায় বিএনপির এক নেতা নিহত নওগাঁর আত্রাইয়ে আয়েশা মসজিদের ভিত্তপ্রস্তর স্থাপন শেরপুরের শ্রীবরদীতে জামায়াতে ইসলামী’র ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত সাংবাদিক নেতার বিরুদ্ধে ভিন্ন কৌশলে অপপ্রচার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মামলার প্রস্তুতি বাগেরহাটে প্রতিবন্ধী তরুণী লাঞ্ছনার ঘটনায় দ্রুত তদন্ত সম্পন্ন করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন নওগাঁয় গরু বোঝাই ভটভটি উল্টে দুই ব্যবসায়ী নিহত,আহত-৫ ইসলামপুরে আলহাজ্ব শওকত হাসান মিঞা উন্নয়ন কমিটির কর্মী সমাবেশ অনুষ্ঠিত সিংড়ায় বিএনপি নেতা ব্যারিস্টার ইউসুফের উঠান বৈঠক অনুষ্ঠিত রাজশাহী-৬(চারঘাট-বাঘা) আসনে মনোনয়ন প্রত্যাশী মিঠুর পক্ষে ৩১ দফা রূপরেখার লিফলেট বিতরণ বাঘায় ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫, ৩-১ গোলে পাকুড়িয়া ফুটবল একাদশের জয়

মান্দায় হিন্দু সম্প্রদায়ের সার্বজনীন সামাজিক কমিটির সংবাদ সম্মেলন

দিনকাল বিডি / ২১২ Time View
প্রকাশঃ সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

দেবত্তর সম্পত্তি রক্ষায় স্বচ্ছ ব্যবস্থাপনার ঘোষণা
মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের বাঁকাপুর হিন্দু সম্প্রদায়ের সার্বজনীন সামাজিক কমিটির উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বিকেলে বাঁকাপুর সার্বজনীন শিবমন্দির প্রাঙ্গণে আয়োজিত এ সংবাদ সম্মেলনে কমিটির পক্ষ থেকে দেবত্তর সম্পত্তি সংরক্ষণ ও ব্যবস্থাপনার বিষয়ে বিস্তারিত বক্তব্য উপস্থাপন করা হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি কমল মন্ডল। এসময় বক্তব্য রাখেন গোপেস্বর মিস্ত্রি, রামচন্দ্র মন্ডল, রাজেন্দ্রনাথ সরকার, রামপদ সরকারসহ কমিটির অন্যান্য সদস্যরা। উপস্থিত ছিলেন রাজেন্দ্রনাথ, প্রফুল্ল চন্দ্র মন্ডল, সূর্যকান্ত মন্ডল, ব্রজেন্দ্রনাথ সরকার, দিলিপ প্রামানিক, সঞ্জিত কুমার প্রামানিক দাস, নিমাই চন্দ্র, উৎপল চন্দ্র, রতন কুমার সরকার, মিঠুন কুমার প্রামানিকসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের শতাধিক ব্যক্তি।
বক্তারা বলেন, বাঁকাপুর মৌজার ৪৭৫, ৫২৭ ও ৪২৪ নং হাল খতিয়ানের আওতাধীন ২১১২, ১২৯৩, ১২১৫, ২৩৮২ ও ১২৭৬ দাগভুক্ত জমিসহ সব দেবত্তর ও হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় সম্পত্তি কমিটির তত্ত্বাবধানে পরিচালিত হবে। এসব জমি শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের সদস্যদের মাঝে লিজ প্রদান করা হবে। লিজগ্রহীতাকে নিজে চাষাবাদ করতে হবে এবং জমি অন্য কারও কাছে হস্তান্তর করা যাবে না।
কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, লিজপ্রাপ্ত অর্থ ধর্মীয় ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যয় হবে এবং অতিরিক্ত অর্থ নির্ধারিত ব্যাংক হিসাবে সংরক্ষণ করা হবে। কমিটির মেয়াদ তিন বছর নির্ধারণ করা হয়েছে এবং মেয়াদ শেষে উভয় পক্ষের সমান সদস্য নিয়ে নতুন কমিটি গঠন করা হবে। এছাড়া, জিম্মাদার বা ভিপি সম্পত্তি আইনগতভাবে দেবত্তর নামে রেকর্ডভুক্ত করার উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, দীর্ঘদিন ধরে একই গ্রামের করুণা, পরিমল, বিপুল, স্বপন, তপন, রতন, শ্রীপদ, ইন্দ্রজিৎ সরদার, নিপেন, নিরাঞ্জন সাহা, কালীপদ, মৃগেন, আনন্দ, পরি সাহা, গৌতম ও সৈলেশ গং অবৈধভাবে এসব জমি দখলে রেখেছিলেন। সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জমিগুলো পুনরুদ্ধার করা হয়েছে।
তবে একটি মহল স্থানীয় এক ইউপি সদস্য ও অবসরপ্রাপ্ত গ্রাম পুলিশের প্ররোচনায় মিথ্যা তথ্য প্রচার করে জমি দখলের অভিযোগ তুলে বিভ্রান্তি সৃষ্টি করছে বলে দাবি করা হয়। সংবাদ সম্মেলনে এসব অপচেষ্টার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয় এবং জনমত গঠনের আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category