এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের বারইয়ারহাট বিশ্বরোডে রাস্তা পার হতে গিয়ে গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে প্রদীপ দে নামের এক ব্যবসায়ী নিহত।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভায় আজ ভোর সাড়ে ৫ টার দিকে রাস্তা পার হতে গিয়ে গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রদীপ কুমার দে (৫৪/ নামক ওই ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহত প্রদীপ দে বারইয়ারহাট পৌরসভা বাজারের মুদি মালের গলির প্রবীণ ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামে।
সকাল আনুমানিক ৬ টার দিকে তিনি বাড়ি থেকে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার উদ্দেশ্যে দোকানে আসছিলেন বলে জানা গেছে।
রাস্তা পার হওয়ার সময় দ্রুত বেগে আসা একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি প্রান হারান।