,বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে মটর সাইকেল দুর্ঘটনায় ৩ জন গুরুতর আহত হয়েছে। জানা যায় ৯ অক্টোবর বৃহস্পতিবার বিকালে উপজেলার চাকরাইল নামকস্থানে ঘটনাটি ঘটে। স্থানীয় লোক জন জানায় বদলগাছী মুখী বেপরোয়া ভাবে পালসার মটর সাইকেল নিয়ে আসছিল। অপর দিক থেকে ডিসকোভার মটর সাইকেল নিয়ে যাওয়ার পথে উক্ত স্থানে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় উভয় পক্ষ আহত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তাদের অবস্থা অবনতি ঘটলে ৩ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফাড করা হয়।
আহতরা হলেন ধামুইর হাট উপজেলার চান্দ্রিরা গ্রামের সামসুলের আলমের ছেলে রিফাত হোসেন (২০)বদলগাছী উপজেলার সিন্দিপুর গ্রামের বাবর আলীর ছেলে সাজু হোসেন (২৮) সাতগ্রাম ইব্রাহিম এর পুত্রে সিরাজুল ইসলাম(৫৬)। সাজুর পরিবার সুত্রে জানা যায় তার বড় ভাইয়ের শশুরকে নিয়ে যাচ্ছিলো বৃহস্পতিবার বিকালে নজিপুর যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। তাদের ৩ জনের অবস্থা আশঙ্কা জনক।